জুয়েল রানা:ফুলপুর উপজেলা প্রতিনিধি ময়মনসিংহে ফুলপুর উপজেলার সু পরিচিত একটি মুখ পল্লী কবি আঃ সোবহান। তাহার জম্ম ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ৫নং সদর ইউনিয়নে ২নং ওয়ার্ডে পূর্ব ফতেপুর গ্রামে.১৯৫৬.সনে তিনি জন্ম গ্রহণ করেন।তিনি স্কুল জিবন থেকেই কবিতা পড়তে ভালোবাসতেন কন্ঠস্বর ছিলো খুব ঐই ভালো,তাহার কবিতা পড়ার মিশন শুরু হয় হাট বাজারে, মানুষের মনে ঠাই পেয়েছেন কবিতা পরে,সেই থেকেই পরিচিত হন পল্লী কবি হিসাবে বেশ পরিচিত হন তিনি একজন হাস্যজ্জল সাদা মনের খুবই ভালো মানুষ,পল্লী কবি আঃ সোবহান তাহার জিবনে অতিবাহিত হয় জেলায় জেলায় বই ও কবিতা পরে।তিনি জখন বাজারে বাজারে গিয়ে।আজ থেকে প্রায় ৯০ দশকের দিগে শাহজাহানের নামের একটি কবিতা ছিলো।কবিতাটা ছিলো, ১৩৬৫ সালে সেই ঘটনা বরিশালে হয়ে ছিলো পাতার হাট থানায় সেই দেশের এক গরীব ছিলো বৃদ্ধ ছিলো অসহায়,তাহার ঘরে একটি ছেলে জন্ম নিল নাম রাখিলও শাহজাহান।এই কবিতাটি ছিলো শাহজাহানের কবিতা শাহজাহান নামের কবিতা । আরও, কিছু কবিতার নাম রয়েছে, মামলার সাক্ষী ময়না পাখি, দাদি করে নাতি বিয়া ১০লাখ টাকা মহর দিয়া।এবং আরও অশঙ্খ কবিতা রয়েছে।যখন এই সব কবিতা সুরেলা কন্ঠে এবং মধুর সুরে পরতেন তখন বাজারের হাজার হাজার মানুষ,পল্লী কবি আঃসোবহান এর কবিতা শুনতেন হাজার হাজার দর্শক তখন তাকে গিরে কবিতা শুনে ক্রয় করতেন।পল্লী কবি আঃ সোবহান এর জিবনে বিভিন্ন দেশ দেশান্তর ভব ঘুরে কবিতা পরে হাট বাজারে কাটিয়েছেন তার জিবন।তিনি আগের মত কবিতা পড়তে পারেন না।এই ছিলো তাহার জিবন সংগ্রাম।