মো ইপাজ খাঁ মাধবপুর উপজেলা প্রতিনিধি) হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিন ( ১৬ অক্টোবর) সকাল বেলায় হাফেজ আলেফ খাঁ (৩৫) তার স্বধর্মিনী কুখ্যাত ডাকাত নাসির উদ্দিনের মেয়ে মোছা জাহানারা বেগম( ৩২) এবং আজিজ খা (৪৫) তার সহধর্মিনী মোছা: তাসলিমা বেগম (৪২) এবং তাদের ছেলেমেয়ে সহকারে তাদের পাশের বাড়ির। (মো) আফজাল খার স্ত্রী মোছাঃ সিমা আক্তার (৩৫) এবং মেয়ে মোছা: মিম আক্তার (১৪) উপর অমানুষিক নির্যাতন চালায় এতে করে মোছা: সিমা আক্তার আঘাতপ্রাপ্ত হয়। এমন অবস্থায় এলাকার মুরুব্বিদের তিনি জানান অতঃপর এলাকার মুরব্বিরা জানান এটা বসে দেখবে। তিনি এও জানান আমি বাড়িতে একা থাকি আমার মেয়ের সহকারে আমার ছেলে এবং স্বামী ঢাকায় থাকে আমাকে একা পেয়ে তারা মারধর করেছে। এবং আমার কাছ থেকে আমার গলার চেইন সহকারে কানের জিনিসও নিয়ে গেছে। এ সময় উপস্থিত ছিলেন এলাকার অনেক লোকজন কেশবপুরের মো সতু মিয়ার স্ত্রী সমজদিপুর এর আশেক মিয়া সহকারে অনেক লোক ছিল এমনটা অবস্থায় তিনি প্রশাসন এবং এলাকার সাহায্য প্রার্থনা করছেন যাতে তার জান মালের নিরাপত্তার দায়িত্ব দিতে পারে। এছাড়া ও হাফেজ আলেফ(খা) যখন ২০১২-১৩ অর্থবছরে আরিছপুর আছিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল নির্মাণের কাজ চলছিল তখন সে স্কুলের রোড সহকারে তাদের যন্ত্রপাতি চুরি করে নিয়ে আসে এ নেতা মাটির নিচে লুকিয়ে রাখে সেটি তার আপন ভাইয়ের বউ তাসলিমা আক্তার নিজে স্বীকার করেন। যখন প্রাপ্ত সীমা আক্তার এবং তার পরিবার সহকারে প্রশাসনের সাহায্য প্রার্থনা করছে যাতে এর সুষ্ঠু তদন্ত করে। (বিস্তারিত ভিডিও তে)