পাটগ্রাম উপজেলা কর্ত্ক আয়োজিত
মহান স্বাধীনতা ও জাতিয় দিবস উদযাপন
উপলক্ষে পাটগ্রাম সাহেব ডাংগা স্টেডিয়াম
মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
মাটি ও মানুষের প্রান প্রিয় নেতা গরিবের বন্ধু
জনাব আলহাজ্ব মোতাহার হোসেন এম পি লালমনিরহাট 01
বিশেষ অতিথি জনাব আলহাজ্ব রুহুল আমীন বাবুল মহোদয়
চেয়ারম্যান পাটগ্রাম উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখা। ও বাবু পুর্ন চন্দ্র সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখা আরও উপস্থিত ছিলেন পাটগ্রাম প্রশাসনের সকল কর্মকর্তা
বির মুক্তিযোদ্ধা আরও অনেকে
মহান স্বাধীনতা স্হাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদের প্রতি বিনস্র শ্রদ্ধা নিবেদন পতাকা ঊত্ত্বলন করেন।