মোঃ মোকছেদুল ইসলাম ফুলপুর উপজেলা ময়মনসিংহ_ফুলপুর ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সলঙ্গ স্থানে মহাসড়কে দাঁড়ানো অবস্থায় এম্বুলেন্স এর সাথে ধাক্কা খেয়ে আব্দুল জব্বার নামে একজনের মৃত্যু। আজ মঙ্গলবার ৫:১৫ মিনিটের সময় পয়ার ইউনিয়ন ইমাদপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় এর এর নামক স্থানে এই ঘটনা ঘটে বলে জানা যায়। এছাড়া জানা যায় গ্রামের মসজিদে ফজরের নামাজ আদায় করতে জান মোহাম্মদ আবদুল জব্বার।পরে নামাজ আদায় শেষে যখন বাড়ি ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন পরে ময়মনসিংহ থেকে ফুলপুরগামী একটি এম্বুলেন্স এর সাথে তাহার ধাক্কা লাগে পরে সে গুরুত্তর আহত হন। এছাড়া তাহার সাথে কিছু লোক নামাজ আদায়ের করে বের হয়ে দেখে তিনি খুবই গুরুত্ব আহত পড়ে থাকেন। পরে তাকে ফুলপুর উপজেলা সরকারি কমপ্লেক্সে হাসপাতালে আনা হয় তার পর কমপ্লেক্স এর সরকারি চিকিৎসক তাকে মৃত্যুর ঘোষণা করেন । এছাড়া জানা যায় পয়ার ইউনিয়নের ইমাদপুর গ্রামে মৃত মুক্তোর আলীর ছেলে মোহাম্মদ আব্দুল জব্বার{৫৮} এবং উনি ফুলপুর বাস স্ট্যান্ড গোল চক্কর মোড়ে হাজী রোডে একজন সাধারণ পান ব্যবসায়ী। পরে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হন সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে তার প্রতিবেশীরা সঙ্গী সাথীরা বাড়িতে নিয়ে গেছেন। লাশের সুড়তহাল নেওয়া হচ্ছে। ও অভিযুক্ত অ্যাম্বুলেন্সি কে সনাক্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।