বুলবুল আহমেদ, নেত্রকোণা গত ২৭শে সেপ্টেম্বর ২০২৩ইং রোজ বুধবার বাংলাদেশ আওয়ামীলীগের ষষ্ট সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতীলীগ নেত্রকোণার মদন উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশের আয়োজন করা হয়। উক্ত কর্মী সভার উদ্বোধন করেন, নেত্রকোণা জেলা তাঁতীলীগের সংগ্ৰামী সভাপতি এম ডি আরিফুল ইসলাম মুরাদ চৌধুরী ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ। উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা আওয়ামীলীগের প্রবীন রাজনীতিবিদ ,মদন উপজেলা আওয়ামীলীগের সংগ্ৰামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদন উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম।বাংলাদেশ তাঁতীলীগ মদন উপজেলা শাখার আহ্বায়ক তোফায়েল আহমেদের সভাপতিত্বে ও জসিম উদ্দিন আকন্দের সঞ্চালনায় উক্ত কমিটিতে উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ,সাংগঠনিক সম্পাদক শফিক হাসান খান জনি,সাংগঠনিক সম্পাদক মোঃ নূরনবী ফকির প্রমুখ । সভায় বক্তারা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মদন মোহনগঞ্জ- খালিয়াজুড়ীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনকে এক হয়ে কাজ করে, উন্নয়নের রুপকার বর্তমান মদন মোহনগঞ্জ,খালিয়াজুড়ীর এমপি মহোদয়ের হাত তথা জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানান।