আজিজুর রহমান,(যশোর): মণিরামপুরের ভোজগাতী ইউনিয়নে ৬৪ জন নারী-পুরুষকে গ্রাম ভিত্তিক আনসার ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণে সনদপত্র বিতরণ করা হয়েছে। ৩১ আগস্ট বৃহম্পতিবার দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ও সদনপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ফাতেমা সিনা, উপজেলা কোম্পানী কমান্ডার আবুল হোসেন, ইউনিয়ন দলপতি মোশারেফ হোসেন, তাসলিমা খাতুন, ইউডিসি আজিজুর রহমান, ইউপি সদস্য শাহানুর রহমান শাহান, আব্দুল আলিম, আমিন উদ্দীন, রেজাউল ইসলামসহ প্রমুখ।