নাসিম উদ্দীন জেলা প্রতিনিধিঃ পূর্ণাঙ্গ ভাবে নির্মিত নতুন মসজিদ ভবন, অজুখানা স্থাপন। জুম্মার সালাত আদায়ের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধন। আজ জুম্মার দিন ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন এর অন্তর্গত মসলেমপুর জামে মসজিদের নতুন মাইকে আজান হবার পূর্ব থেকেই আসতে থাকেন মুসল্লীরা। যথারীতি শিশু কিশোররাও জুম্মার নামাজের উদ্দেশ্যে সমবেত হন। মসজিদে উল্লেখযোগ্য সংখ্যক মাইক ও মিনার স্থাপন করা হয়েছে। দেয়া হয়েছে প্রবেশাংসে দর্শনীয় বেশ কয়েকটি ফটক। নামাজ আদায়ের জন্য রয়েছে প্রয়োজনীয় প্রশস্ততা। টাইলসের জায়নামাজ ও সিজদা স্থান। সংযোজিত হয়েছে সিলিং ফ্যান। এম.ডি জাহিদ হোসেন ও মোছাঃ জান্নাতুল মাওয়া এই মসজিদটি নির্মাণ যাবতীয় পৃষ্ঠপোষকতা করেন। মসজিদটির জন্য প্রকৌশলী এম আবু তাহের, মরহুম মহিউদ্দিন, মরহুম খবির উদ্দিন ও মরহুম জহির উদ্দিনগণ জমি দান করেন। মোঃ শফিকুল ইসলাম সরদারের আহ্বানে মসজিদের কার্যক্রম শুরু করা উপলক্ষে আজ ৪ আগষ্ট শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য উক্ত এলাকাবাসী মুসল্লিরা নবনির্মিত মসজিদে আসেন। সরেজমিনে মসজিদটি পরিদর্শনকালে আমরা সবাই এর স্থাপত্য নিদর্শনে মুগ্ধ হই। সত্যিই দারুন সুন্দর একটা মসজিদ। উল্লেখ্য হাফেজ মাওলানা গোলাম মোস্তফা মসজিদটির খতিব এর দায়িত্ব পালন করবেন।