ফরিদপুর প্রতিনিধি এমএম জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফরিদপুরের বোয়ালমারীতে আবুল বাসার বিপ্লবকে সংবর্ধনা দিয়েছে বোয়ালমারী উপজেলা জিয়া প্রজন্ম দল। ৩০ অক্টোবর বুধবার দুপুরে বোয়ালমারী পৌরসভার ১ নং ওয়ার্ডের গুনবহা তালতলা পুরনো ব্রিজ সংলগ্ন এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজর জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ অংশগ্রহণ করে। আলতাফ হোসেনের সভাপতিত্বে কোরাআন তেলওয়াত ও মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবুল বাসার বিপ্লব। অনুষ্ঠানে জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদুর রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি কানেক্টেড থেকে বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক বোরহানউদ্দিন সৈকত, উপজেলা জিয়া প্রজন্ম দলের উপজেলা সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সজীব আহমেদ, ছাত্রদলের সদস্য সচিব, বায়োজিত খান রাব্বি, আবুল কালাম আজাদ শিশির, নজরুল ইসলাম নজরুল, ইমরান হোসেন, শহীদুল্লাহ, জামাল মোল্যা, ইয়াদ আলী, মনির হোসেন,আকরাম হোসেন মিয়া,বজলুর রহমান প্রমুখ