বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল ছোট আঁচড়া এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ মো. বাবু (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে বেনাপোল পোট থানাধীন ছোট আঁচড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক বাবু ছোট আঁচড়া গ্রামের মোকছেদ এর ছেলে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর লিখন কুমার সরকার এর নেতৃত্বে একটি টিম ছোট আঁচড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ২০ বোতল ফেনসিডিলসহ বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে