রনজিৎ সরকার রাজ ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ সারাদেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জে সনাতন ধর্মের প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়েছে। শুক্রবার(১৮ আগষ্ট -২০২৩) দুপুরে বীরগঞ্জ পৌরশহরের কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায় এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠানের সাবেক সাধারণ সম্পাদক নৃপেন্দ্র নাথ রায়। সভায় বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সহকারী অধ্যাপক সম্পাদক প্রশান্ত কুমার সেন, সাবেক সভাপতি দিনেশ মহন্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা, মহানাম যজ্ঞানুষ্ঠান কমিটির সাবেক সভাপতি গিরিজা নাথ দাস, জেলা রাজদেবোত্তর ট্রাস্টের পরিচালনা কমিটির সদস্য বিমল চন্দ্র দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ পৌর শাখা সাধারণ সম্পাদক কৃষ্ণ বর্ম্মন, সুব্রত দাস, সতীশ চন্দ্র রায়, শিবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন চন্দ্র রায় প্রমূখ। সভায় নেতৃবৃন্দরা আগামী ৬ সেপ্টেম্বর বুধবার শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সকল সনাতন ধর্মালম্বীদের সকাল ৭ ঘটিকায় কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও অনুষ্ঠান সফল ও স্বার্থক করার আহবান জানান। সভার পরিশেষে দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর আশু-রোগ মুক্তি কামনায় প্রার্থনা করা হয়।