,জেলা প্রতিনিধিঃ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাউফল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুর রহমান উপজেলার বিভিন্ন স্থানে পথসভা বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে (২৮ সেপ্টেম্বর) শনিবার বিকালে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট ও আদাবাড়ীয়া মিল ঘর এই পথ সভায় অংশ গ্রহণ করেন। পথসভায় সভাপতিত্ব করেন নওমালা ইউনিয়ন যুবদল নেতা মোঃ মোহন মৃধা। এসময় উপস্থিত ছিলেন একে এম রাসেল সাবেক-যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যলয়ের ছাত্রদল, নওমালা ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল মৃধা, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য , মোঃ খায়রুল ইসলাম, যুবদল নেতা জহিরুল ইসলাম মিনা সহ অনেকে। পথ সভায় আনিসুর রহমান বলেন আমাদের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে মিশে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। দল যাকে নমিনেশন দিবে আমরা সবাই মিলে দলের প্রার্থীকে বিজয় করার জন্য কাজ করব। তিনি আরো বলেন দলের মধ্যে কোন বিশৃঙ্খলা করা যাবে না। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।