নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখা কতৃক নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজকে ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার সদস্যবৃন্দ। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১১ ঘটিকায় নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর অফিস কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার সদস্যবৃন্দ ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন। এ সময় বাংলাদেশ প্রেস ক্লাবের নেত্রকোণা জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং দেশব্যাপী বাংলাদেশ প্রেসক্লাবের কার্যক্রম নিয়েও কথা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার সভাপতি শামীম তালুকদার, সহ-সভাপতি যথাক্রমে শামসুন্নাহার প্রিয়া,বুলবুল আহমেদ, এস এ কাদির,সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার রুবী,যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল,অর্থ বিষয়ক সম্পাদক শামসুদ্দোহা ফরিদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান সামাদ,সম্মানিত সদস্য কামরুল হাসান, সোহাগ,শ্যামগন্জ শাখার সাংবাদিকবৃন্দ। এছাড়াও সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাওর বন্ধু ইকবাল হোসেনও উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। এ সংগঠনের গভ: রেজি: নং- ৯৮৭৩৬/১২। বাংলাদেশ প্রেস ক্লাবের মূল লক্ষ্য সর্বস্তরের সাংবাদিকদের জাগ্রতকরণ ও একত্রীকরণ।