মোঃ সাইদুল ইসলাম স্টাফ রিপোর্টার :-//মেহেন্দিগঞ্জ উপজেলা চানপুর ৫নং ওয়ার্ড চক্রাগাটা জামাল রাড়ীর বাড়িতে গিয়ে।প্রতিপক্ষরা জামাল রাড়ির স্ত্রীকে জিজ্ঞেস করে গাছে নারিকেল কে পেরেছে।জামাল রাড়ি স্ত্রী বলল যে আমরা পারছি তারপরে গালাগালি করে তারে জিজ্ঞেস করলো যে তোর বাপের গাছ নাকি। তারপরে জামালের স্ত্রী বলল যে আমাদের জমিনে পড়েছে তাই আমি নারিকেল পেরেছি।তারপরে প্রতিপক্ষ হাবি খার ছেলে জামাল ও কামালখা তাদের ঘরের বেড়া ভেঙ্গে ফেলে। তাদের একটি ছাগল নিয়ে যায় এবং জামাল রাড়ি স্ত্রী আরো জানান যে তাদের ঘরে থাকা টাকা পয়সা ও স্বর্ণ অলংকার নিয়ে যায়।তারপরে লাল মিয়ার হাট এর কাছে বাগানের ভিতরে হাবি খার ছেলে কালাম ও জামাল দুই ভাই মিলে জামাল রাড়ি মারধোর করে বিভিন্ন স্থানে আঘাত করে। জামাল রাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি আছেন।