আজ সকাল ১০ ঘটিকার সময় দাকোপ উপজেলায় সর্ব যুগের সর্ব সেরা বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২২ দাকোপ উপজেলায় পালিত হয়। উক্ত ইসলামিক ফাউণ্ডেশন উপলক্ষে র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত ইসলামিক বার্ষিকী সভায় দাকোপের ইসলামিক ফাউণ্ডেশনের জনাব জুবায়ের রহমান লিংকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে দাকোপ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মিন্টু বিশ্বাস ও খুলনা থেকে আগত ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ফায়জার রহমান সাহেব। উক্ত অনুষ্ঠানে দাকোপের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ইসলাম প্রচারের মেরুদণ্ড, মসজিদের ইমাম সাহেবরা। উপস্থিত ছিলেন, চালনা পৌরসভার ইমাম পরিষদের সভাপতি মাওঃ আতিকুর রহমান, ১নং পানখালী ইউনিয়নের প্রচার সম্পাদক মাওঃ বেলাল হোসাইন খোনা, আরো উপস্থিত ছিলেন চালনা পৌরসভা এলাকার সাহসী শিক্ষক জনাব মুরশিদ আলম ভাই ,হাফেজ ইকবাল হোসাইন লক্ষীখোলা জামে মসজিদ ,খাটাইল শেখ বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ ওসমান গনি, খাটাইল বাজার নুরানী জামে মসজিদের ইমাম মাওঃ ওলিয়ার রহমান সাহেব, বক্তা কারী আক্তার হোসাইন চুনকুড়ি,আল মাদানী সুতার খালী,আবু বক্কার সিদ্দিকী নব মুসলিম বাজুয়া। সভায় ইমামদের উদ্দেশ্য করে পরমর্শ মূলক অনেক আলোচনা সহ সভা শেষ হয়।