মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার। ঢাকা মাজাররোট থেকে উওর বঈ হাইওয়ে রাস্তায় যাওয়ার পথে বগুড়া মোকামতলায় চলন্ত অবস্থায় নাবিল পরিবহনে আগুন লাগার ঘটনাটি ঘটে। ঢাকা মহাসড়ক হইতে বাংলাদেশের সকল প্রান্তে বিভিন্ন পরিবহন বাস চলাচল করে। এরকম ঘটনা হাইওয়ে বগুড়া তে হয়নি । তবে বাসের সার্ভিস অনেক ভালো জানান যাএীরা। পরিবহনটি বেশ কিছু যাএী নিয়ে উওরবঈ এর উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল নাবিল পরিবহন। তবে কেউ বুঝতে পারেনি পরিবহনে আগুন লাগার ঘটনা ঘটবে। তবে পরিবহনের স্টাফ সচেতন ছিল তার জন্য পরিবহনে আগুন লাগার ঘটনায় যাএীর কোনো ক্ষতি হয় নি । নাবিল পরিবহনে আগুন সূএপাত দেখা দিলে চলন্ত অবস্থায় পরিবহনের যাএী যুকি নিয়ে জিবন বাঁচাতে লাফিয়ে নেমে পড়ে নাবিল পরিবহন থেকে । তবে নাবিল পরিবহন বাসটির যাএীর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তুু পরিবহন বাসটি আগুনে পুড়ে গেছে অনেক আসবাবপত্র। চলন্ত নাবিল পরিবহনে আগুন নিভানোর চেষ্টা করে ও সফল হয়নি এলাকাবাসী। দূত গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিস ইউনিট কে আগুন নিয়ন্ত্রণের খবর দিলে দূত সময়ে উপস্থিত হয় গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট। আগুন নিয়ন্ত্রণ কাজ করছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ।