মোঃ সৌরভ হোসেন., বগুড়ার ধুনটের সদর ইউনিয়নের বথুয়াবাড়ী বিলকাজুলি এলাকার যুব সমাজ এর উদ্যোগে শ্রীশ্রী পঞ্চকোঠা হরী মন্দির ও দূগা মন্দিরের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা কাল ১/৭/২০২২ ইং শুক্রবার বিকেল ২ঃ৩০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে। রথযাএাটি বিলকাজুলি শ্রীশ্রী পঞ্চকোঠা মন্দির থেকে বের হয়ে বথুয়াবাড়ী এলাকার বিভিন্ন সড়ক প্রদহ্মীন করে পেচিবাড়ী এলাকার বিভিন্ন সড়ক পর্দহ্মিন শেষে পেচিবাড়ী মালোপাড়া বারোয়ারী হরীমন্দির মাসির বাড়ী রাখা হয় ওখানে ৭ দিন ভোগ শেষে উল্টো রথযাত্রা শনিবার ৯ জুলাই ২০২২ ইং শ্রীশ্রী পঞ্চকোঠা হরী মন্দিরে এসে অবস্থান করবে
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।