মোকছেদুল ইসলাম ফুলপুর উপজেলা প্র: ময়মনসিংহ ফুলপুর পৌর শহরে যানজট এর কারণে ফুটপাত দখল কারীদের উপর উচ্ছেদ অভিযান চালায় ফুলপুর থানার পুলিশ। আজ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড মেন শহর রাস্তার দুই পাশে ফুটপাতে অভিযান চালানো হয়। এছাড়া এই বিষয়ে ফুলপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান রাস্থার দুই পাশে বিভিন্ন দরনের ফুটপাতের দোকান থাকার কারণে ও বিভিন্ন দরনের ছোট্ট বড় গাড়ি ধারানোর_বা থামানোর কারণে যানজট সৃষ্টি হয় ও সাধারণ পাবলিক চলাফিরা সমস্যা দেখা দেয় । এই জন্য সড়কের দুই পাশে ফুটপাত দখল কারীদের উপর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।