মোকছেদুল ইসলাম ফুলপুর প্রতিনিধি ময়মনসিংহ বৃহত্তম ময়মনসিংহের ফুলপুর উপজেলা ৯ নং বালিয়া ইউনিয়নের অবস্থিত দেশের প্রাচীনতম কওমি মাদ্রাসা জামিয়া আরাবিয়া আশরাফুল আলম বালিয়া মাদ্রাসা পাঁচতলা ভবন এর কাজ ধরা হয়েছে ১৫০ ফুট লম্বা 35 ফুট ফাঁস ফুট দীর্ঘ একাডেমিক ভুবন টি উক্ত কাজে নিচের তালার পিলার সহ বিভিন্ন কজ শেষ হয়েছে আজকে ছাদের ঢালায়র কাজ ধরা হয়েছে। আজ ০৩•০৭•২০২২ ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় শুভ উদ্বোধন করা হয়েছে। পাচঁ তালা ভবন টি নাম দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায় ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের এর পিতা সাবেক ফুলপুর তারাকান্দা থেকে 5 বারের এমপি একবার উপজেলার চেয়ারম্যান মরহুম শামসুল হক ভবন নামে খ্যাত একাডেমিক ভবনের ছাত ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন ও মুনাযাত করেন পীরে কামেল শায়খুল হাদীস আল্লমা এমদাদুল হক দা.বা। এবং আরও উপস্থিত ছিলেন জামিয়ার মুহতামিম আল্লামা ওয়াইজ উদ্দিন দা.বা সহ শিক্ষক মন্ডলী ও পরিচালনা কমিটির সদস্য বৃন্দ এলাকার গণ্যমাণ্য ব্যক্তি বর্গ রা ও ছাত্র ছাত্রী অভিবাবক গনেরা ও অনেকেই উপস্থিত ছিলেন।