সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন তালুকদার গত ২/৯/২০২৩ ইং নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি লিটন এর নেতৃত্বে এবং কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনায় নেত্রকোনা জেলায় আওয়ামী তরুণ লীগের পৌর কমিটি গঠন হয় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী তরুণলীগের সভাপতি : মোঃ আব্দুল্লাহ আল মামুন, এবং সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মানিক সহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ও সুধীজন। এ সময় উনিশ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। উক্ত অনুষ্ঠানটি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগের কমিটি বিলুপ্তি করা হয, নতুন কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়।