নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোণার পূর্বধলায় মানবতা সমাজকল্যাণ সংস্থা কতৃক আয়োজিত খুশবু রহমান ওটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত ২৪ মার্চ,সোমবার, সকাল ১১ঘটিকায় ১০০ শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা উপকরণ ও ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাজনীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার, পূর্ব ধলা, নেত্রকোণা,সাংবাদিক শামীম তালুকদার, সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব, ময়মনসিংহ বিভাগ,মো: হাবিবুর রহমান, সাবেক সভাপতি, রিপোর্টার্স ক্লাব,পূর্বধলা উপজেলা শাখা,সাংবাদিক মহিউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখা। এছাড়াও অভিভাবক, শিক্ষক -কর্মচারীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রেস ক্লাব পূর্ব ধলা শাখার সভাপতি ও মানবতার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো: মজিবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন মাহবুবুর রহমান।