শামীম তালুকদার, ব্যুরো চীফ,ময়মনসিংহ পবিত্র ঈদ -ই মিলাদুন্নবী (সা:)উদযাপন কমিটি(নেত্রকোণা জেলা শাখা)আয়োজিত পবিত্র ঈদ -ই মিলাদুন্নবী (সা:)শীর্ষক সেমিনার (১৪৪৫ হিজরি) অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আল্লামা শোয়াইব উদ্দিন পাঠান আল মুজাদ্দেদী’র সভাপতিত্বে ও আল্লামা শহিদউল্লাহ পাঠান আল মুজাদ্দেদী’র সঞ্চালনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার (৭ অক্টোবর) সকাল ৯ ঘটিকা হতে দুপুর ১ টা পর্যন্ত নূর নবী (সা:) এঁর পবিত্র জীবনী মোবারক আলোচনা, মিলাদ শরীফ পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,হাফেজ মাও:ইমাম উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন,আল্লামা শহিদউল্লাহ পাঠান আল মুজাদ্দেদী। সেমিনারে বক্তব্য রাখেন, মাওলানা হাবিবুর রহমান আল মুজাদ্দেদী, শ্যামগন্জ আলিয়া মাদ্রাসা, মাওলানা হাসমত উল্লাহ আল মুজাদ্দেদী, খাদেম, লালকুঠি পাক দরবার শরীফ,মাওলানা আব্দুল খালেক আল মুজাদ্দেদী, খাদেম,লালকুঠি পাক দরবার শরীফ, মুফতী মামুনুর রশীদ আল মুজাদ্দেদী, খাদেম,লালকুঠি পাক দরবার শরীফ, মাওলানা নূরে আলম হাছনপুরী চিশতি, মদন,আলহাজ্ব মাওলানা হযরত আলী হাবিবি আল মুজাদ্দেদী, ভাইস প্রিন্সিপাল রাঘবপুর আলিয়া মাদ্রাসা। এছাড়াও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি যথাক্রমে অ্যাডভোকেট মো:নূর হাদি আল মুজাদ্দেদী, ময়মনসিংহ জজ কোর্ট, মো:বাকি বিল্লাহ আল মুজাদ্দেদী,শিক্ষা দাতা,এনায়েতপুর পাক দরবার শরীফ, মো: সিরাজুল ইসলাম আল মুজাদ্দেদী, ভূমি কর্মকর্তা, নেত্রকোণা,যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, নেত্রকোণা,পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন প্রমুখ। অনুষ্ঠান শেষে আখেরি মোনাজাত এবং সভাপতি কতৃক সমাপ্তি ঘোষণা হয়