শামীম তালুকদার, নেত্রকোণা ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় গ্রেনেড হামলায় নিহতদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকালে কেন্দুয়া পৌরশহরের রূপালী ব্যাংক সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওই গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়া, মো. তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক তালুকদার কনক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা ও দপ্তর সম্পাদক আসাদুল করিম মামুন উপস্থিত ছিলেন।