সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে পানির অভাবে কৃষকদের ফসলি জমি গুলো এখন এভাবে পাড়ে রয়েছে একটু বৃষ্টির জন্য অপেক্ষা চেয়ে রয়েছে কৃষকরা বৃষ্টির পানি হলে কৃষকদের ফসলি জমি গুলো হয়তো একটু ভালো ফসল হতো বলে তাদের ধারণা। মাঠে বীজতলা গুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে পানির অভাবে কৃষকদের ফসলি জমি গুলোতে পানি না থাকায় এবার ফসল গুলো নষ্ট হয়ে যাচ্ছে,অনেক খয় ক্ষতির দিকে রয়েছে বলে তাদের ধারণা। কৃষকদের সাথে কথা হলে তারা যানান, আমাদের ফসলি জমি গুলো পানির অভাবে এখন এভাবে পাড়ে রয়েছে একটু যদি বৃষ্টি হতো তাহলে আমাদের ফসলি জমি গুলো ভালো হতো আবার আমাদের মাঠের বীজতলা গুলো নষ্ট হয়ে গেছে তাই আমার অনেক খয় ক্ষতির দিকে রয়েছি।