মোকছেদুল ইসলাম ফুলপুর উপজেলা প্রতিনিধি শেরপুর নালিতাবাড়ী উপজেলা পরিষদ এর সামনে উল্মাদ অবস্থায় লোকটি পাগল বেশে বসে থাকতেন। এবং মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন আত্মার মাগফেরাত কামনা করছি। এবং উনার বাসা ছিল ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলা। ও উনি বাসা থেকে বেরিয়ে ৪ বছর উল্মাদ পাগল অবস্থায় তিনি দেশে বিদেশে ঘুরে বেড়ান।ও তার পরিবার খোঁজে পাননি। পরে এই অবস্থাতেই তিনি থাকেন ৪ বছর। পর তাকে নালিতাবাড়ী উপজেলা পরিশোধ শহীদ মিনার এর সামনে তাকে খুঁজে পান তার ছোট বোন পরে তার ছোটবোন তাকে বাসায় ফিরিয়ে নেয়। আবার হঠাৎ করে কিছুদিন পর চলে যায়,সে নালিতাবাড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশন শহীদ মিনার গেটের সামনে। উল্মাত পাগল অবস্থায় ৫ থেকে ৬ বছর থাকার পর।আজকের সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি পরপারে চলে যান সকলে দোয়া করবেন উনি যেন জান্নাতবাসী হন।