উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:নানা আয়োজনে খানসামা উপজেলায় উৎযাপিত হয়েছে বাংলা নববর্ষ- পহেলা বৈশাখ- ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে শুরু হয় নতুন বছরকে বরণ করার নানা আয়োজন। এ উপলক্ষে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল সাজে সজ্জিত একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা,পান্তা ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন করা হয়েছে ৭ দিন ব্যাপী বৈশাখী মেলা। উপজেলা ইউএনও কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ,অফিসার ইনচার্জ নজমূল হক,ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সংবাদকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন