ঠাকুরগাঁও গোবিন্দনগর টাঙ্গন ব্রিজের নিচে বস্তার ভিতরে মাহফুজা আক্তার ১৪ নামে এক মেয়েকে হাত-পা বাদা জীবিত অবস্থায় উদ্ধার করেন এলাকার স্থায়ী লোকজন। আজ বৃহস্পতিবার ২১ জুলাই ঠাকুরগাঁও গোবিন্দনগর এই ঘটনা ঘটে বলে জানা যায় এছাড়া জানা যায় উদ্ধারকৃত কিশোরী দিনাজপুর কবিরাজ হাট গ্রামের কারি মোস্তফা কামালের মেয়ে (মাহফুজা )ও স্থায়ী একটি মাদ্রাসার ছাত্রী এবং ঠাকুরগাঁও থানার ওসি কালাম হোসাইন এই বিষয়টির সত্য নিশ্চিত করে জানান সকালে এই বিষয়টি এলাকার স্থায়ী লোকজন দেখতে পায় পরে স্থায়ী লোকজন এই কিশোরীকে ব্রিজের নিচ থেকে উদ্ধার করে জীবিত অবস্থায় ও ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন এবং আরো বলেন তাকে বস্তার ভেতরে ভরে নিচে ফেলে দেওয়া হয়েছে আমাদের ধারণা করা হয় ও এই বিষয়টি জিজ্ঞাসাবাদ ও তদন্ত করা চলছে আমরা অতি তাড়াতাড়ি দোষী দের কে আইনের আওতায় আনার চেষ্টা করছি।