মোঃ রিপন হাওলাদার বেতাগী উপজেলা প্রতিনিধি ঝোপখালী নূরানী মাদাৃরাসার তৃতীয় জামাতের শিক্ষার্থীর কুরআনের কারীম সবক ও দোয়া অনুষ্ঠান, আয়োজন করেন প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আমীর হোসেন ও সহযোগীতা করেন অত্র মাদ্রাসার সকল শিক্ষক মন্ডলী।ঝোপখালী নূরানী মাদৃারাসা বেতাগী, বরগুনা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর মাঝে কুরআনের কারীম সবকের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করেন, এখানে যারা উপস্থিত ছিলেন তৃতীয় জামাতের শিক্ষার্থীরা ১/মোঃ সোলায়মান খান পিতা মোঃ জামাল হোসেন খান ২/মোঃ তামিম খন্দকার পিতা মোঃ নাসির খন্দকার ৩/ মোঃ মিজানুর পিতা মোঃ মোশাররফ হোসেন ৪/ মোঃ সোহান পিতা মোঃ সোহিদুল হাং ৫/ মোঃ তামিম হোসেন পিতা মোঃ শহিদ ৬/ মোঃ ইয়াসিন আরাফাত পিতা মোঃ আরিফ খান ৭/ মোঃ রিয়াদুল ইসলাম শান্ত পিতা মোঃ এবাদুল শিকদার ৮/ মোঃ হুমায়ুন কবির পিতা মোঃ কবির জোমমাদার ৯/ মোঃ তানভীর হোসাইন পিতা মাওঃ মোঃ আমির হোসাইন ১০/ মোসাঃ মাইশা আক্তার মাতা মনি বেগম ১১/ মোসাঃ উমারা আক্তার মাতা মোসাঃ লিটু আক্তার শিক্ষার্থীর পিতামাতা অবিভাবক বৃন্দু,উক্ত মাদ্রাসায় উপস্থিত হয়ে যারা বক্তব্য দিয়েছেন,মাওলানা আমির হোসেন, মাওলানা সত্তার হুজুর,মাওলানা নুরুল আলম, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, তারা বিভিন্ন দিক নিয়ে আলোচনা, প্রত্যেক বক্তারা বলেন,এটি হচ্ছে প্রকৃতিক শিক্ষা,, কোরআন শিক্ষা, এই শিক্ষার সকল শিক্ষিত হওয়া উচিত, যে যেখানে পড়ায় না কেন তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে মাদ্রাসায় পড়ানো উচিত,আমরা মনে করি এর কারণ আজকে বাস্তবতার সাথে আমরা দেখতে পাচ্ছি যেসব ছেলে মেয়ে সঠিকভাবে হাঁটতে পারে না আজকে তারা কোরআন শরীফ হতে তুলে নিয়েছে, একেকজন শিক্ষার্থী একেকজন কোরআনের পাখি, এই কথা বলে অনেকেই চোখে জল ধরে রাখতে পারেনি,,প্রথম ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তাদের অভিভাবক ও আয়োজন শিক্ষকমন্ডলীকে কোরআনের কিছু বাণী সবার মাঝে পেশ করেন, ওযু করার দোয়া,,আযান দেওয়ার দোয়া, জানাযার দেওয়ার দোয়া,অপ্রাপ্ত মৃত ব্যক্তিদের দোয়া, আরো কিছু পেশ করে শুনান, সকল শিক্ষার্থী শুদ্ধ উস্মরণ করে শুনিয়েছেন,পরিশেষে শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ করেন,তার পরে অত্র মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা আমির হোসেন, শিক্ষার্থীর মাঝে প্রথম কোরআন তেলাওয়াত করেন, সাথে সাথে শিক্ষার্থী ও প্রধান শিক্ষক একই সাথে কোরআন তেলাওয়াত করেন,মিলাদের মধ্যে দিয়েই পরিসমাপ্ত ঘটে