ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে বিজিপি-৫৮ অভিযান চালিয়ে ৩৪০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, ১১২০ কেজি পেয়ারা,৫৯টি ক্যারেট, ১টি পিকআপ জব্দ করেন এসময় ৪জন কে আটক করেন।
আটককৃতরা হলো,জীবন নগর ধোপা খালীর মশিউর রহমানের ছেলে তোরন মিয়া (২২),মানিকগঞ্জের আব্দুল ওহাবের ছেলে রানা আহম্মেদ (৩৫),ভংরিইন গ্রামের সাইফুদ্দিনের ছেলে বিল্লাল ও খস্তা মিয়ার ছেলে রজব আলি (৩০) কে আটক করে।