মোকছেদুল ইসলাম
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলা থেকে ১৫০ পিস এয়াবা সহ সাদ্দাম নামে এক যুবকে আটক করেছে পুলিশ বলে জান যায়।
গত কাল ২৯ জুন বুধবার রাত ১২ টায় ঝিনাইগাতি উপজেলা ধানশাইল ইউনিয়ন মাদারপুর গ্রাম ধানশালের মাটিয়া মসজিদে রাস্তার সামনে থেকে তাকে আটক করে,এস আই আব্দুর রাজ্জাক, ও তার বাহিনী এবং অভিযানে ১৫০ পিস এয়াবা তার দেহ থেকে পাওয়া গেছে বলে জানা জাই মোঃ নেছার আহমেদ তুতা মিয়ার ছেলে সাদ্দাম এর কাছ থেকে ।
পরে এই বেপারে ঝিনাইগাতি থানার ওসি মনিরুল আলম ভুইয়া জানান আমাদের থানার এস আই রাজ্জাক তাকে হাতে নাতে দরেন আমরা মাদক মামলা আইনের ব্যবস্থা করেছি এবং আদালতে প্রেরণ করা হবে সাদ্দাম কে ।