নাসিম উদ্দীন স্টাফ রিপোটারঃ বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের উন্নয়ন বাবদ জেলা পরিষদের পক্ষ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আজ শনিবার দুপুরে এই বরাদ্দের চেক তুলে দেয়া হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকী আক্তার এর হাতে। এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।