সাইদুর রহমান আকাশ :: সাতক্ষীরা জেলা প্রতিনিধি :: ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ৭টা তালা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ অফিসে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলার, তালা উপজেলা শাখা কে আরো গতিশীল করার লক্ষ্যে এবং দ্বাদশ সাংসদ নির্বাচনকে সামনে রেখে আহবায়ক আহসান হাবিব যুগ্ন আহবায়ক “মোঃ আনিছুর রহমান মোড়ল, যুগ্ন আহবায়ক “পলাশ কাগুচি, যুগ্ন আহবায়ক “মোঃ সুমন গোলদার যুগ্ন আহবায়ক”সরদার জাকির হোসেন সহ ২৬ জন কে সদস্য, মোট ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিক লীগ ১০ নং খেশরা ইউনিয়ন শাখার সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি অনুমোদন করেন। আহ্বায়ক কমিটি,আগামী ৪৫ দিনের মধ্যে ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে,জাতীয় শ্রমিক লীগ ১০নং খেশরা ইউনিয়ন শাখার সম্মেলন করার জন্য অনুমোদন করা হয়। কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ তালা উপজেলার, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন। জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার সভাপতি মোঃ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক জি,এম শফিউর রহমান ডানলাপ। সহ সভাপতি শফিকুল ইসলাম খাঁ, স ম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ আছাদুল ইসলাম আসাদ, দপ্তর সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন সহ খেশরা ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী। এ সময় কমিটি অনুমোদন হয়ার পর সকলেই একত্রিত হয়ে আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলন করার আশা প্রকাশ করে।