লুৎফুর রহমান রাকিব চৌধুরী কুমিল্লা জেলা প্রতিনিধি চৌদ্দগ্রাম কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড বসন্তপুর ও কালিকাপুরে দিনরাত মাদক পাচার করা হয়। এই বিষয়ে জেলা প্রশাসকের উদ্যোগেই মাদক নিয়ন্ত্রণ করার জন্য অনুরোধ করা হইল।ও বাতিসা দিঘির পাশে সরকারী ঘরে চলে জমজম মাদক ব্যবসা ও জুয়ার আসর এই মাদকের কারণে যুবসমাজ নষ্ট হয়ে গেছে।এই মাদকের কারণে স্কুল কলেজের সকল ছাত্র ছাত্রীরা নষ্ট হয়ে গেছে।এবং আপনারা জানেন গত পাঁচদিন আগেই কুমিল্লা বুড়িচং ভারতের সীমান্তরে মাদকের নিউজ করতে গিয়ে শহীদ হন সাংবাদিক মহিন উদ্দিন। &……… মাদক ব্যবসায়ীরা দেশের ও সমাজের শত্রু……….?….মাদককে না বলুন………মাদক মুক্ত সমাজ গড়ুন….?