মোঃ আব্দুল রাজজাক( মনটু) খুলনা বিভাগীয় প্রধান গতকাল ১১ এপ্রিল সকাল ০৭:৩০ ঘটিকায় চৌগাছা থানাধীন সৈয়দপুর সাকিনস্থ সৈয়দপুর টু সাতমাইলগামী পাকা সড়কের জনৈক আরিফুল ইসলামের জমির দক্ষিণ পাশে পাকা রাস্তার ধারে আতা গাছের গোড়ায় অজ্ঞাতনামা ব্যক্তির গলাকাটা লাশ পাওয়ার সংবাদ পেয়ে চৌগাছা থানা পুলিশ লাশটিকে উদ্ধার করে এবং পরিচয় সনাক্ত করে। নিহতের নাম কায়েম আলী (৫৫) পিতা-মৃত ইসমাইল তরফদার সাং কাদিরপাড়া, থানা-কোতোয়ালি জেলা-যশোর। নিহতের স্ত্রী মমতাজ বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে ১২ ঘণ্টার মধ্যে মামলার রহস্য উদঘাটন পূর্বক আসামি গ্রেফতারের অভিযান শুরু করে পুলিশ। গত ১১ এপ্রিল দিবাগত রাতে তদন্তে প্রাপ্ত অভিযুক্ত প্রধান আসামি অন্তর হোসেন (২২) এবং রাহিন মন্ডল রায়হান(২২) কে গ্রেফতার করে। পুলিশ জানাই, জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় হত্যার দায় স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্য মতে হত্যার ব্যবহৃত একটি ধারালো বার্মিজ চাকু এবং ভিকটিমের নিকট থেকে নেয়া মটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়।