শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাংবাদিক জুয়েল খন্দকারের বিরুদ্ধে কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্টিত Logo জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারদের সাথে লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ”র মতবিনিময় সভা-সম্পন্ন Logo হোসনাবাদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে যে যেই প্রতীক পেলেন। Logo অভয়নগরে মাছের ঘের ভয়ভীতি দেখিয়ে জবরদখল করার অভিযোগ : রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা। Logo চট্টগ্রাম মেডিকেলে  দালাল চক্রের ৩ সদস্য আটক Logo বেনাপোল পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ১৪ জন গ্রেফতার Logo রায়পুরায় জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ Logo ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইটবাটা প্রস্তুতের কাজ ও গাছ কাটায় প্রতিপক্ষের বিরুদ্ধে ভায়োলেশন মামলা Logo “ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব এন্ড হিউম্যান রাইটস” এর কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত প্রার্থিতা গ্রহণ। Logo সাংবাদিকদের বিতর্কিত করায় লাকীর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানী মামলা করার ঘোষণা-বিএমইউজে”র মানববন্ধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গাজীপুরে ভূমি-খারিজ ও রেকর্ড সংশোধনের জন্য- আবেদন করে-কোন ফল পাচ্ছেনা-

Reporter Name / ১২৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ১১:২১ পূর্বাহ্ণ

 নাগরিকগ নিজস্ব প্রতিবেদঃ বাংলাদেশের গাজীপুর জেলার সদর উপজেলার ২১ জন ব্যক্তি- ৬৮ নং বারেন্দা মৌজার সিএস ও এস এ ২৪৩ নং দাগের সৃষ্ট আর এস ৯৩৮, ৯৪০, ৯৪১ ও ৯৪২ নং দাগের হাল জরিপ খতিয়ান নং ৫১৭, ৭৩২, ১২৮১, ১৭৫০ ও ১৫৭৬ এর ৩.৬৯ একর ভূমির খারিজ ও রেকর্ড সংশোধনের জন্য- মহাপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অথিদপ্তর বরাবর ২৭-০২-২০২২ ইং তারিখে দরখাস্ত করেন ২১ জনের পক্ষে মোঃ হাবিল মিয়া, পিতা- মৃত: ছলিমুদ্দিন, সাং- সুরাবারী, পোষ্ট- কাশিমপুর, উপজেলা- গাজীপুর সদর, জেলা- গাজীপুর- তথ্যমতে।তথ্যমতে জানা যায়- ৩.৬৯ একর ভূমি আব্দুল জব্বার, পিং- আলম ও মতিজান নেছা, স্বামী- আব্দুল জব্বার এর ওয়ারিশ সূত্রে ২১ জন উক্ত দরখাস্ত করেন- তাদের ভাষ্যমতে- কিছু ভূমিদস্যু ভূয়া কাগজপত্র তৈরি করে। ভূমিদস্যুদের নামে হাল-জরিপ বা বিডিএসজরিপে ৫১৭, ৭৩২, ১২৮১, ১৭৫০ ও ১৫৭৬নং খতিয়ানের উক্ত ভূমি রেকর্ড ও খারিজচ করে নেয়। কিন্তু সরেজমিনে দেখা যায়- সেখানে পরিমাণে ভূমি কম আছে- রেকর্ড ও খারিজের কাগজে ভূমি আছে বেশি। যা পুনরায় সংশোধনী আনা দরকার- মাঠ পর্যায় সরেজমিনে তদন্ত করে। অনুসন্ধানে জানা যায় মাহাবুবুর রহমান (বিশ্বাস পল্টি) পিতা- রফিকুল ইসলাম ২৫ লক্ষ টাকার বিনিময়ে- উক্ত রেকর্ড ও খারিজ করেছেন। উক্ত ব্যক্তি তার সিন্ডিকেট নিয়ে ৬ নং ওয়ার্ডের মাদক ব্যভসা নিয়ন্ত্রণ করছে, ভূমিদস্যুতা চালাচ্ছে। অবৈধ ব্যবসা সহযোগীতা করছে- ৬ নং ওয়ার্ডের তুলা কাউন্সিলর ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লা ও তার ভাই ইদ্রিস মোল্লা। অবৈধ কাগজপত্র তৈরিতে সাহায্য করছে ভূমি কর্মকর্তা- মজিবুর রহমান ও মাহাবুবুর রহমান। পরবর্তীতে গত ১-২-২২ ইংরেজি তারিখে সহকারী কমিশনার ভূমি টঙ্গী রজস্ব সার্কেল গাজীপুর বরাবর দরখাস্ত করেন- ছালাম মিয়া। উক্ত দরখাস্ত গুলোর অনুলিপি মাননীয়-প্রধানমন্ত্র, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্র মন্ত্রী, ভূমি মন্ত্রী, আইজি, গাজীপুর ডিসি, এসপি, জজ মহোদয় ও সময়ের কন্ঠ বরাবর পাঠানো হয়। দরখাস্ত পাবার পরবর্তীতে সময়ের কন্ঠ সেখানে সাইনবোর্ড লাগালে- দুষ্কৃতকারীরা সেটি তুলে ফেলে। পরবর্তীতে সময়ের কন্ঠ অনুসন্ধানে- কাশিমপুর মডেল থানার ওসি মাহাবু-এ-খোদা বক্সের সহযোগীতার কথা জানা যায়- ভূমিদস্যূদের। সম্পূর্ণ ব্যাপারটি নিয়ে মামলা চলমান রয়েছে- মোকাম বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-৪, গাজীপুরে। মামলা নং- ৮৮৯/২০২১। সম্পূর্ণ ঘটনাটি-পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাচাই করে- সঠিক রায় দেয়ার অনুরোধ জানান- গাজীপুরের সুশীল সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST