মোঃ আব্দুল রাজজাক( মনটু ) খুলনা বিভাগীয় প্রধান আজ ১২ই এপ্রিল” জনাব মোঃ ওবাইদুর রহমান, অফিসার ইনচার্জ, ডুমুরিয়া থানা এর খুলনা জেলা হতে বদলী জনিত বিদায় এবং সেখ কনি মিয়া বিপিএম, ইন্সপেক্টর (নিঃ) ডুমুরিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করায় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন জনাব মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা। এসময় উপস্থিত ছিলেন জনাব তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব সুশান্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এবং জনাব শেখ মাসুদুর রহমান, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, খুলনা।