উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:খানসামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিন ব্যাপী কৃষি মেলা ২০২৫ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ মেলা উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে এক বিশাল বর্ণাঢ্য র্যালী শেষে মেলা উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে মেলায় থাকা বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন অতিথি বৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রতন কুমার,মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রমুখ। অপরদিকে এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়