স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ জন সমন্বয়কারীদের গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার পদত্যাগের পরেই দীর্ঘ ১৫ বছর পর ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশাল শোকরানা সমাবেশ করেছে। এ সময় প্রশাসনের কোন বাধা নেই। শুক্রবার (৯ আগষ্ট) বিকালে ৩টার সময় পৌর শহরের মেইন বাজার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে জনসমুদ্র পরিণত হয়েছে। সবাই ছিল আনন্দিত। কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির আজিজুর রহমান মাষ্টার এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা নায়েবে আমীর এবং ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর -মহেশপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। দেশে নেতৃত্ব প্রদানকারী ছাত্র জনতাকে ধন্যবাদ দিয়ে তিনি তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার কবল থেকে দেশ রক্ষা হয়েছে, তাই ১৫ বছর পর আমরা আবারো এই স্থানে সমাবেশ করতে পারছি আলহামদুলিল্লাহ। বর্তমান দেশে অস্থির পরিস্থিতির মধ্যে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। এখন দেশ গড়ার কাজ শুরু করতে হবে। অন্তর্বতীকালীন সরকার গঠনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই পরিস্থিতিতে দুষ্কৃতকারীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, দেশবাসীর প্রতি আমরা বারবার আহ্বান জানিয়ে আসছি কোনো দুষ্কৃতিকারী যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সবশেষে কোটা আন্দোলনে শাহাদাত বরণকারী আবু সাঈদ ও মুগ্ধ সহ সবাই কে জাতীয় শহীদের মর্যাদার দাবী জানান। কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শরিফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওঃ মোঃ আঃ হাই কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারী, ঝিনাইদহ। মাওলানা মোঃ তাজুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান, কোটচাঁদপুর, ঝিনাইদহ। মোঃ মোয়াবিয়া হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, কোটচাঁদপুর, ঝিনাইদহ। মহেশপুর উপজেলা জামায়াতের আমীর ও কেএমএইচ সরকারি কলেজের সাবেক ভিপি ফারুক হোসেন, কোটচাঁদপুর কোটা আন্দোলনের সমন্বয়কারী হাফেজ আবু সাঈদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুজ্জামান মিঠু, থানা শিবিরের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক বলুহর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম, সাবেক কুশনা ইউনিয়নের চেয়ারম্যান শরিফুজ্জামান টিটো, সাবেক দোড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক সাফদারপুর ইউনিয়নের চেয়ারম্যান আজগর আলী, এলাঙ্গী ইউনিয়নের শাহাবুদ্দিন প্রমুখ