লুৎফুর রহমান রাকিব চৌধুরী কুমিল্লা জেলা প্রতিনিধি। গত ১৫ইং এপ্রিল শুক্রবার দুপুরে কুমিল্লা জেলার লালমাই উপজেলা বাগমারা বাজারে গ্লোবাল টাওয়ারে প্রবাসীর স্ত্রী মোছাম্মদ শাহানাজ আক্তার{ ২০} সিলিং ফ্যানে সাথে আত্নহত্যা করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। শাহনাজ এর বাড়ি বাকই উওর ইউনিয়নের কাপাশতলা গ্রামের মো :আবুল হোসেন এর মেয়ে মুরাদনগর উপজেলার সৌদি প্রবাসী এনামুল হকের স্ত্রী বলে স্থানীয় সূত্রে জানা যায় শাহানাজ আক্তার পরিবারের সাথে একই ফ্লাটের অন্য রুমে থাকতেন। সকাল থেকে অনেক ডাকাডাকি করে কোন। সাভাশব্দ না পেয়ে স্থানীয় থানায় খবর দেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব এর নির্দেশে। সাব ইন্সপেক্টর প্রদ্ভুৎ এসে রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পাঠানো হয়। বিশ্বস্ত সূত্রে জানা য়ায়। শাহনাজ গত দেড় বছর আছে পরিবারের অমতে প্রেম করে বিবাহ করেন এবং গত তিন মাস আগে শাহজাজের স্বামী বিদেশে চলে যায় শাহনাজ প্রবাসী স্বামীর সাথে ভিডিও কলে ঝগড়া করে আত্মহত্যা করেছেন বলে। বিশ্বস্ত সূএে জানা যায় এ ব্যাপারে লালমাই থানায় শাহনাজ এর পিতার ভাষ্যমতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে পরে অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করবেন বলে।লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইযুব বলেন।