কুমিল্লায় বগুড়ায় এক পুলিশ কনসেটবল সদস্যের বাড়িতে হামলা।
Reporter Name
/ ৮১৩
Time View
Update :
শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ণ
Share
লুৎফুর রহমান রাকিব চৌধুরী কুমিল্লা জেলা প্রতিনিধি। কুমিল্লায় বগুড়ায় পুলিশ সদস্যের বাড়িতে হামলা লুটপাট ও পুলিশ সদস্য বৃদ্ধ মা-বাবা ও বোন কে এলোপাথাড়ি করে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে এঘটনায় বগুড়ায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলায় হুরুয়া এলাকায় পুলিশ সদস্যের পরিবারের সাথে স্থানীয় রাজু.জুয়েল.টুক্কুন.সাইফুল ইসলাম আবুল গংদের সাথে পূর্ব থেকে জায়গা সমপতি নিয়ে বিরোধ চলে আসছিল বিষয়টি স্থানীয় ভাবে কয়েকবার মীমাংসা করার চেষ্টা করে ও ব্যর্থ হয় পূর্ব শক্রতার জের ধরে শনিবার সন্ধ্যায় রাজু জুয়েল টুক্কুন সাইফুল ইসলাম আবুল সহ অজ্ঞাতনামা আরো কয়েক জন দলবল নিয়ে ইদুবিবির বস্ত বাড়িতে হামলা চালিয়ে ইদু বিবিকে এলোপাথাড়ি মারধর ও শ্রীলতাহানি করে।এ সময় ইদুবিবির গোয়ালঘর এবং রান্না ঘর ভাংচুর করে দুইটি গরু লুট করেও এক লাখ বিশ হাজার টাকা নিয়ে য়ায়। এসময় পুলিশ কনসেটবল এর মা ইদু বিবির আত্নচ্যিকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।