(জয়পুরহাট) প্রতিনিধি ঃ ‘দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য’কে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচি মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস অনুষ্টিত হয়েছে। শুক্রবার বেলা ১২টা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজালে যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোগে উপজেলার পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে কালাই-জয়পুরহাট মহাসড়কে প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলার পরিষদ মিলনায়তনে দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালাই উপজেলা প্রতিনিধি মো. তামিন সরকার প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, এনজিও প্রতিনিধি ও স্কুল, কলেজের শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৫জন যুব ও যুবতী প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের জন্যে ঋণ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের যুব ও যুবতীরা দক্ষ যুব সমাজ গড়তে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে। যাতে করে তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।