সাইদুর রহমান আকাশ:: সাতক্ষীরা জেলা :: তালার পাটকেলঘাটা বানিজ্যিক উপ-শহর দশ বৎসর উন্নয়ন বঞ্চিত। কাদা পনিতে ডুবে থাকে প্রত্যেকটি রাস্তা। পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াতে ছাত্র ছাত্রিরা চরম ভোগান্তির স্বিকার হচ্ছে। কয়েকমাস যাবৎ ধারাবাহিক সংবাদ প্রকাশের ফলে ১ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে স্কুলমোড় হতে এসিল্যান্ড অফিস পর্যন্ত সি,সি, ঢালাই দ্বরা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়েছে। ব্যাবসায়ীরা দাবিতে বলেন, পাটকেলঘাটা বানিজ্যিক শহর উন্নয়ন প্যাকেজ প্রকল্প গ্রহনের দাবি। পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয় মেন রোড মোড় হইতে এসিল্যান্ড অফিস পর্যন্ত ৩২০ মিটার সি,সি, ঢালাই প্রকল্পের ঠিকাদার নিযুক্ত হয়েছেন জনাব মোঃ আব্দুল হাকিম। এসিল্যান্ড অফিস হইতে কালিবাড়ী রোড হয়ে পাটকেলঘাটা তেলের পাম্প মোড় হতে কাশিপুর ও সরুলিয়া রোডের কার্পেটিং এর সাথে সংযোগ পর্যন্ত ২ কোটি ৫০ লক্ষ টাকার প্রয়োজন। পাঁচরাস্তা মোড় হতে ডাকবাংলা এর উত্তর দক্ষিন ভিতরের সংযোগ সড়ক। বলফিল্ড মোড় হতে এ্যাডঃভোকেট মুহাঃ আলীর বাড়ির পুর্বহতে গরুহাট মোড় পর্যন্ত । আভ্যন্তরিন তিনটি সংযোগ সড়ক, কাচা বাজার, চাউলপটি ধানহাটা সহ এসিল্যান্ড অফিসের মোড় হতে পুর্ব দিক দিয়ে ইউনিয়ন পরিষদের সামনের সড়ক। বানিজ্যিক শহরের মধ্যে সকল আভ্যন্তরিন সড়ক উচুকরতে হবে। পানি নিষ্কাষনের জন্য ড্রেন তৈরী করতে হবে। এবং পাটকেলঘাটা বানিজ্যিক শহর কে আধুনিকায়ন করতে প্যাকেজ প্রকল্প ছাড়া পাটকেলঘাটাকে আধুনিকায়ন করা সম্ভব হবে না। বর্তমান স্কুল মোড় হতে এসি ল্যান্ড অফিস পর্যন্ত যে প্রকল্প টি বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করা হয়েছে এটি বাস্তবায়ন হলো। আভ্যন্তরিন আরেকটি রাস্তা বরাদ্ধ হওয়ার আগেই এটি নষ্ট হয়ে যাবে। সেকারন তালা উপজেলার একটি অর্থনৈতিক উন্নয়ন জোন পাটকেলঘাটা সেটি মুখ থুবড়ে পড়েছে। প্রায় ছোটবড় ৫ হাজার ব্যাবসা প্রতিষ্টানে আগের মত বেচাকেনা হয়না। পানিকাদার মধ্যে ক্রেতা বিক্রেতারা স্বাবাভিক ভাবে চলতে পারে না। পাটকেলঘাটার ব্যাবসায়ীরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পাটকেলঘাটা উন্নয়নে একটি প্যাকেজ প্রকল্প গ্রহনের জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন। পাটকেলঘাটা বানিজ্যিক শহর উন্নয়নে কমপক্ষে ১০ কোটি টাকা ব্যায় হবে। পাটকেলঘাটা বানিজ্যিক শহরের এ দুরাবস্থার জন্য সকল রাজনৈতিক দল ব্যাবসায়ী সুশিল সমাজ সাংবাদিক সাধারন মানুষের অভিযোগের তীর বর্তমান এম,পির দিকে। তিনি প্রায় ১০ বৎসর এম,পির দায়িত্বে থাকাবস্থায় কঠিন ভাবে ভূমিকা রাখলে এ ধরনের জনভোগান্তির সৃষ্টি হত না। এই পাটকেলঘাটা শহরবাসি ব্যাবসায়ী স্কুলের ছাত্র ছাত্রী হ জনসাধারন প্রায় দশ বৎসর চরম ভোগান্তিতে রয়েছেন। সরকারি এল,জি ই ডি বিভাগ জরুরী ভিক্তিতে পাটকেলঘাটা শহর এর সকল সড়ক উন্নয়নে মাপজরিপ পুর্বক প্যাকেজ প্রকল্প তৈরী করতে হবে। প্যাকেজ প্রকল্প বাস্তবায়নে প্রধামন্ত্রীর নজরে আনতে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে মানববন্ধন সহ একাধিক কর্মসূচী পালন করবে।