উদ্বোধনের প্রায় ২বছর পর চালু হলো বেনাপোল পৌর বাস টার্মিনাল
কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:
/ ৩০৭
Time View
Update :
বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১২:২২ অপরাহ্ণ
Share
উদ্বোধনের পরেও চালু না হওয়ায় বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার করতে কার্যকর ভূমিকা পালন করেছেন উপজেলা ও পৌর প্রশাসন। দেশের বৃহত্তর বেনাপোল স্থলবন্দর, বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে বাধ্যতামূলকভাবে বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার করতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) সকালে ছাত্র-জনতা, উপজেলা প্রশাসন ও বাস মিনিবাস মালিক সমিতির সদস্যগণের সমন্বয়ে দীর্ঘ ১বছর ৮মাস পর চালু হলো বেনাপোল পৌরবাস টার্মিনালটি। দির্ঘদিন পরে বাস টার্মিনাল চালু হওয়ায় বৃহত্তর বেনাপোল স্থলবন্দর ও সড়কে যানজট নিরসন সহ সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি স্বস্তি ফিরেছে সব শ্রেণির মানুষের মাঝে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বলেন, বেনাপোল বাস টার্মিনাল অতিক্রম করে কোন বাস বেনাপোল পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না (আন্তঃদেশীয় ০৩টি বাস ব্যতীত)। এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া রাস্তার পাশে কোন বাস/মিনিবাস পার্কিং করা যাবে না। যাত্রীদের সুবিধার্থে সকল ব্যবস্থা থাকবে এই বাস টার্মিনালে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।