মোঃ রাশেদুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিক্রি করতে প্রস্তুত আছে নিজাম ইত্যাদি ফ্যাশন হাউজ এখানে খুচরা মূল্যে পাচ্ছেন সকল ব্যান্ডের সব ধরনের সব বয়সী নারী -পুরুষ সকলের জুতা, কেডস্, সু, বার্মিজ জুতা, স্যান্ডেল। তাছাড়া-রয়েছে, জামা, ফ্রগ, লেহেঙ্গা, থ্রিপিচ, সেলোয়ার কামিজ, হিজাব, ওড়না, পাঞ্জাবী, শার্ট , প্যান্ট, টিশার্ট গেঞ্জিসহ সব ধরনের উন্নতমানের পোশাক সুলভমূল্যে পাইকারিও খুচরা বিক্রয় করা হয়। এখানে আরো পাচ্ছেন দেশী বিদেশী সকল ধরনের কসমেটিক্স, গিফট সামগ্রী, শিশুদের খেলনা, বিয়ে গায়ে হলুদের সকল পণ্য সামগ্রী, সেরোয়ানীসহ, নারীদের সাজসজ্জার সব ধরনের পণ্য – নিজাম ইত্যাদি ফ্যাশন হাউজের প্রোপাইটর মোঃ নিজাম উদ্দীন বলেন – আমার দোকানে দেশী-বিদেশী সকল ধরনের পণ্য পাওয়ার যায়। আপনারা আসুন আমার দোকান থেকে খুচরা দামে পণ্য কিনুন। এই ব্যাপারে স্থানীয় ক্রেতাদের সাথে কথা বললে ওনারা বলেন – আমরা আগে খাসের হাট,থানার হাট, সোনাপুর, মাইজদী যেতাম ঈদের বাজার করতে, কিন্তু এখন দেখছি নিজের এলাকায় নিজাম ইত্যাদি ফ্যাশন হাউজে সকল পণ্য পাচ্ছি এতে আমরা খু্ব খুশি। দোকানের প্রোপাইটারঃ নিজাম উদ্দিন। পরিচালনায়ঃ মোঃ রিয়াজ উদ্দিন। ঠিকানাঃ মাদ্রাসা রোড, আক্তার মিয়ার হাট, ৮নং মোহাম্মাদপুর ইউনিয়ন, সুবর্ণচর, নোয়াখালী। মোবাঃ 01857-04-29-20 এবং 01882 38-92-97