ফুলপুর উপজেলা প্রতিনিধি
মোঃ জুয়েল রানা
ময়মনসিংহে ফুলপুর উপজেলা ৫নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের
আলকদী চক বাড়ির রাস্তাটি গণ বশতীর এলাকার একটি রাস্তা,এবং বর্ষার মৌসুমে এলেই চলাফেরা করতে অসুবিধা পরতে হয়ে এলাকার সাধারণ জনগণের, একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পরে রাস্তাটি ।এবং নানান জটিলতা দেখা দেয় চলাফেরা করতে।শুধু তাই নয় বোরোর মৌসুমে কৃষকের ধান বিক্রয়ের জন্য কোনো গাড়ি নিতে পারেন না গাড়িওয়ালা। এবং নানান অসুবিধা পরতে হয় কৃষকের ধান বিক্রি করতে।অল্প বৃষ্টিতে রাস্তায় জমে থাকে হাটু সমতুল্য পানি।এবং স্কুল ছাত্র ছাত্রীদের চলতে অসুবিধা হয়। এলাকার লোকজন জানান আমাদের চলাচল করতে খুব অসুবিধা হয়।পরে এলাকার গণ্যমান্য ও এলাকার লোকজন রাস্তার বিষয়টি জানান,২নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হুসেনকে জানান।চক বাড়ির রাস্তাটি চলাচল করতে খুব অসুবিধা হয় এলাকাবাসী।পরে ইউপি সদস্য আনোয়ার হুসেন রাস্তা সংস্কার করে দিবেন এলাকার লোকজনদের জানান।পরে শুরকি এবং ইট দিয়ে রাস্তাটি সংস্কার এবং মেরামত করে দেন,আলকদী চক বাড়ির রাস্তাটি সংস্কার করাতে এলাকার লোকজন সন্তুষ্ট প্রকাশ করেন ও ধন্যবাদ জানান ইউপি সদস্য আনোয়ার হুসেন কে।