সি,
চাকই,রুখালী,মধুরগাতী(সি,আর, এম) মাধ্যমিক বিদ্যালয়
বিছালী, নড়াইল সদর, নড়াইল।
বিদ্যালয়টি ২০০০ সালে স্থাপিত হওয়ার পর থেকে অত্যন্ত সুনামের সাথে পাঠদান ও প্রতিবছর মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করে আসছে।
২০১২ সালে মন্ত্রণালয় কর্তৃক একাডেমিক স্বীকৃতি লাভ করলেও এখনও পর্যন্ত “এমপিও” এর দেখা মেলেনি।
শিক্ষকবৃন্দ অত্যন্ত মানবেতর জীবন যাপন করেও বিদ্যালয়ের শিক্ষার মান অক্ষূণ্য রেখেছেন।
বিদ্যালয়ের শিক্ষার খুব উন্নত মানের লেখাপড়া। তারজন্যপ্রতিবছর অসংখ্য ছাত্রছাত্রী ভর্তি হয়এইবিদ্যালয়ে, বর্তমানে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী এখানে অধ্যয়নরত।
বাঁশ, কাঠ দিয়ে তৈরি বিদ্যালয়ের অবকাঠামো প্রতি বছর ঝড়সহ নানা প্রাকৃতিক দূর্যোগে ভেঙ্গে গুড়িয়ে পড়ে।
সংস্কারপূর্বক আবারো তা সচল করা হয়।
কিন্তু বর্তমানে ছাত্র-ছাত্রীর তুলনায় ক্লাসরুম ও বসার আসনের তীব্র সংকট দেখা দিয়েছে।
নিরুপায় হয়ে ছাত্র ছাত্রীদের পাশের পরিত্যক্ত মন্দিরে ও মাঠের মধ্যে প্রচন্ড রোদে শিক্ষকরা পাঠদান করাচ্ছে যা শিক্ষার পরিবেশের সম্পূর্ণ বিপরীত।
উক্ত সমস্যার পরিত্রাণ ঘটলে শিক্ষার্থীরা ও শিক্ষকেরা তাঁদের পড়ালেখার আরও উন্নতি ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।
উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানান, শিক্ষানুরাগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সদয় দৃষ্টি পেলে হয়তো এই সমসস্যার পরিত্রাণ ঘঠবে। উক্ত ইস্কুলে মোট ছাত্র ছাএী ৩০০ / তাই উর্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা কোরছেন।