বেনাপোলের সেই পুরানো হাজী বিরিয়ানী হাউস এর” প্রোপাইটার মো:আজিজুর রহমান তার পক্ষ হতে বেনাপোল বাসী ও নাভারন এবং শার্শা ও যশোর এবং আশে পাশের সমস্ত ইউনিয়নের সকল নিঃবাসীদের জানাই আমার সালাম “আস্সালামুআলাইকুম”আমার হাজী বিরিয়ানী হাউসের স্থান আর ছোট আচঁড়া মোড়ে নেই।ছোট আচঁড়ার বিপরীতে আদীও আসল হাজী বিরিয়ানী হাউস অবস্থিত।