মোঃ রিপন হাওলাদার বেতাগী বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বেতাগী হোসনাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্না আহব্বায়ক বেলাল হোসেন রাড়ি-র পক্ষ থেকে ৩নং হোসনাবাদ ইউনিয়ন বাসীর উদ্দেশ্য শুভেচ্ছা বার্তা ও নির্বাচনী বার্তা বিনিময় করেন জনাব, বেল্লাল হোসেন রাড়ি। তিনি বলেন ৫ই আগস্ট এর পর দীর্ঘ সতেরো বছর ছাত্রজনতার ছাত্র জনতার গনঅভ্যর্থনে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এর আগে আমি আওয়ীমী দোসরের কাছে নির্যাতিত হয়েছি। তিনি আরো বলেন, আমি মোঃ বেলাল হোসেন রাড়ি পিতা মৃত আব্দুল রাড়ি, আমার পিতা একজন ধার্মিক সমাজসেবক হিসেবে কাজ করতেন তাই আমিও তাকে অনুসরণ করে বাবার আদর্শ বলি কে ধরে রাখার জন্য ২৬ ২৭ বছর আগ থেকে সামাজিক কাজে লিপ্ত হই আমার অদ্য এলাকা হোসনাবাদ ইউনিয়ন আমি বিগত দিনে গরিব দুখী মেহনতী মানুষের পাশে ছিলাম ও আছি তারি পাশাপাশি প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসা ও যুবকদের আনন্দ বিনোদন দেয়ার জন্য প্রায় সময় তাদের খেলাধুলার সরঞ্জাম দিয়ে আসছি। এমত অবস্থায় দলের দুর্দিনে ২০১৬ সালে হোসনাবাদ ইউনিয়নের ধানের শীষ প্রতীকে সেহেরমান পদ ও প্রার্থী হিসেবে আমাকে বিএনপি’র পক্ষ থেকে মনোনয়ন প্রদান করেন। বেতাগী থানা আওয়ামী লীগের সেক্রেটারি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন জনাব মাকসুদুর রহমান ফোরকান চেয়ারম্যান তিনি বিগত দিনে তার আগে আরো পাঁচটি বছর চেয়ারম্যান ছিলেন তাহার সাথে প্রার্থী হতে রাজি এবং সাহস পাননি।সেই দুরদিনে আমি প্রার্থী হয়ে অনেক হামলা মামলার শিকার হয়েছি নির্যাতিত হয়েছি মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছি । বিএমআই শুধু পেয়েছি তিরস্কার। ২০১৫ সালে যাত্রাবাড়ী গাড়ি পোড়ানো মামলায় খন্ধকার মাহবুব হোসেন স্যার এর সাথে মামলার আসামি করেন অসহযোগ আন্দোলন ছিল সেই অসহযোগ আন্দোলনে ৫ দিন জেল খাটি এবং আড়াই লক্ষ টাকা বিনিময় ছাড়া পাই। ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ক্যান্ডিডেট ছিলাম আমি, তিনি আরো বলেন,আমি মারা গেলেও কেন ইতিহাস হয়ে থাকে হোসনাবাদের বুকে একটি ভালো মানুষ আমাদের এলাকায় আমাদের জন্য ভালো কিছু করতে চেয়েছিলেন বিগত দিনে ঘরবাড়িতে ঘুমাইতে পারিনি ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারিনি সব সময় লাঞ্চনা বঞ্চনায় থাকতে হতো আজ আমাদের দলের বিএনপির নেতৃত্ব নেয়ার মতো লোকের কোন অভাব নেই দলের সিনিয়ার পার্সন নেতাদের উদ্দেশ্য করে বলবো তারা যেন অবশ্যই দেখি নেতাদের হ্যাঁ বল দুর্দিনের নির্যাতিত। আগামী ইউপি নির্বাচনে হোসনাবাদ ইউনিয়নে ধানের শীষ মার্কায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাধারন জনগনের পাশে থাকতে চাই।