বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় পন্য আটক করেছে বিজিবি Logo নলডাঙ্গায় অটো উল্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু Logo অভয়নগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের মতবিনিময় সভা  Logo মালেশিয়ায় ক্রেন দূর্ঘটনায় বাংলাদেশী নির্মান শ্রমিক নিহত Logo যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন পন্য আটক Logo যশোর ৪৯ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় শাড়ী সহ বিভিন্ন ধরনের পন্য আটক Logo বেনাপোল সীমান্তে অভিযানে ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি Logo অভয়নগরে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে ছাত্রদলের বৈশাখী শুভেচ্ছা র‍্যালি  Logo নিউজ গার্ডেন এর সম্পাদক কামরুল হুদার শাশুড়ির মৃত্যুতে, সাংবাদিক মহলের শোক Logo ৪৯ বিজিবির অভিযানে বেনাপোল ও চৌগাছা সীমান্তে  ছয় লক্ষ সাত চল্লিশ হাজার ৯৩০ টাকার ভারতীয় মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

অরল্যান্ডোতে জাতীয় শোক দিবস পালন করেছে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ –

Reporter Name / ৯৪৩ Time View
Update : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৩:৫৯ পূর্বাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃঅরল্যান্ডো গত রবিবার,তেরো আগস্ট : শোকাবহ পনেরো আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগরে উদ্যোগ শহরের কেন্দ্রস্থল বোম্বে গ্রীলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী পালিত হয় । খবর বাপসনিউজ ।জাতির এই অশ্রুবহ বেদনার দিনটিকে গভীর শ্রদ্ধায় স্মরণ ও দোয়া মাহফিল সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোয়াজ্জেম ইকবাল এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেহ করিমুজ্জামান। সকল মত ও পথের মানুষের পদাভরে সভাস্থল পরিপূন্য হলে সন্ধ্যা সাড়ে আটটায় মোহাম্মদ নূরের পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে সভার শুভ সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশিত হয় | মাতৃভূমির স্বাধীনতার শহীদের প্রতি সম্মান জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর যাঁর জন্ম হয়েছিল পরাধীনতার সৃঙ্খল মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতা আনার, স্বাধীনতার সেই স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যপ্রদান করেন নেতৃবৃন্দ ও উপস্থিত প্রবাসী দেশপ্রেমী নাগরিকগণ। আলোচনা পর্বে অংশ নেন শাজাহান কাজী , শামসুস তোহা , আকম রুমেল হোসেন , মোহাম্মদ নূর প্রমুখ। এই উপলক্ষে প্রধান উপদেষ্টা মাহবুব মিলন এক বার্তায় সকলকে ঐক্যবদ্দ্ব ভাবে শোককে শক্তিতে রূপান্তরিত করে পঁচাত্তরের পৈচাশিক নৃশংস হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্ট পরাজিত দেশীয় ও আন্তজাতিক চক্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। একটি স্বাধীন রাষ্ট্র , একটি দেশ ,একটি মানচিত্র এবং মেহনতি মানুষের মুক্তি আমরা যাঁর নেতৃত্বে পেয়েছিলাম তিনি বঙ্গবন্ধ , স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অভ্যুদয়ের কারিগর। ইতিহাসের পাতায় জাতির স্বপ্নদ্রষ্টাকে সপরিবারে হত্যার হৃদয় বিদারক নির্মমতার কলঙ্ক জাতি চিরকাল বয়ে বেড়াবে। রক্তলিপ্সু হায়নাদের হত্যাকান্ডের করুন চিত্রতুলে ধরে স্বাগত বক্তব্য দেন সালেহ করিমুজ্জামান। শাজাহান কাজী তরুণ প্রজম্মেদের কাছে দীপ্ত আহবান রাখেন ,যাঁর প্রেরণায় স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই মহান নেতার অবদানকে প্রজম্মতরে পৌঁছে দেবার দায়িত্ব নবীনদের নিতে হবে। পনেরো আগস্ট কালরাত বিঘ্নিত কড়ে ছিল জাতির অগ্রযাত্রা , কাঙ্খিত স্বাধীনতা , সারভৌমত্ব, তার পুনর্ভাব যাতে না ঘটে , তার জন্য সদা সতর্ক থাকার পরামর্শ দেন আকম রুমেল হোসেন। শামসুস তোহা তার বক্তব্যে স্বাধীনতার নেতৃত্ব দানকারি দলের প্রতি আজ সকল ষড়যন্ত জনতা রুখে দেবার প্রত্যয় ব্যক্ত করেন। বঙ্গবন্ধু সকলের উর্ধে। দেশ জাতির শ্রেঠ সম্পদ। তাঁকে সম্মান করা সমগ্র জাতির ও সকল রাজনৈতিক দলের প্রধান কর্তব্য হওয়া উচিত বলে মন্তব্য করেন কমিউনিটি নেতা মোহাম্মদ আপেল।সভাপতি মোয়াজ্জেম ইকবাল বলেন প্রতিটি অগাস্ট আসে শপথ আর সতর্কতার বার্তা নিয়ে। বঙ্গবন্ধু চিরঞ্জীব। তাঁর ত্যাগ আদর্শ থেকে শিক্ষা নিয়ে সততা দেশপ্রেমের আলো নিজেদের মধ্যে ধারণ করার পরামর্শ দেন। দেশের চরম সন্ধিক্ষণে প্রবাসে ধৈর্য সহনশীলতা নিয়ে সমস্যা উত্তরণে ও সম্প্রীতির বন্ধন জোরদারে করার আহবান জানান। অতঃপর বঙ্গবন্ধু , তাঁর পরিবার সহ স্বাধীনতার আত্মহুতি দানকারী বীর শহীদের আত্মার মাগফেরাত করে মর্মস্পর্শী মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ নূর। অতঃপর রাতের ডিনার পরিবেশন করা হয়। মহান জাতীয় শোক দিবস পালনে যাদের অক্লান্ত পরিশ্রমে শোক গাঁথার মহান পর্ব আলোড়িত ও আলোকিত হয়েছে , তারা হলেন শহীদুল ইসলাম বাবু , মো. জসিম, মাইনুল হক , রফিকুল আলম ,তাননী আহমেদ , শিলি রহমান ,মনিরুল ইসলাম , মিজানুর রহমান সম্পদ। রাত এগারোটায় সম্পন্ন হয় মুক্তির পিতার শোকসভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST