মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার বাংলাদেশ 01724356013 চট্টগ্রাম মহানগরীর একটি সার্জিকেল গোডাউন থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালী থানাধীন হাজারী লেইনে রাতে আসামি মো. মেহরাজ আলম তাহিন (১৯) ও সীমান্ত দাশ (২১)–কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কোতোয়ালী থানার ৬ নম্বর হাজারী লেইন মসজিদ গলিতে মো. ইসমাইল (২৫) নামের এক ব্যক্তির ভাড়াকৃত সার্জিকেল মালামালের গোডাউনে গত ২৭ সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিট থেকে ২৮ সেপ্টেম্বর দুপুর ২টার মধ্যে অজ্ঞাত চোরেরা প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পর মো. ইসমাইল বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।অভিযান পরিচালনা করে সোমবার (২৭ অক্টোবর) রাতে আসামি দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেখানো মতে উদ্ধার করা হয়—স্যাভলন টুইংকেল বেবী ডাইপার ১৮ কেস, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ২০ কার্টন, নিউ কেয়ার বেবী ওয়াইপস ৭ প্যাকেট, বিভাচেক ব্লাড গ্লুকোজ টেস্ট স্ট্রিপস ১০ বক্স এবং টসিবা থার্মোমিটার ৩ বক্স। কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম বলেন, “গ্রেপ্তারকৃতরা চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”