রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ফরিদপুরের মধুখালীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কায় চালক নিহত Logo ঝিনাইদহে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান Logo নওগাঁ’র রাণীনগরে ঔষধ ব্যবসায়ীদের দোকান বন্ধ রেখে সকাল-সন্ধা প্রতিকী ধর্মঘটঃ Logo বানারীপাড়ায় নিজেদের সম্পত্ত্বিতে বালু ফেলতে গিয়ে প্রতিপক্ষের কাছে হয়রানীর স্কিকার একটি অসহায় পরিবার Logo বোয়ালমারীতে ওয়েসিস বেকারী এন্ড পেস্ট্রি শপের শাখার উদ্বোধন  Logo আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শেরপুরের নবাগত পুলিশ সুপার Logo শাজাহানপুরে টানা ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ( কারিগরী ) নির্বাচিত হলেন Logo বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস Logo রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল Logo বানারীপাড়ায় ন্যাশনাল সার্ভিসের কমিটি গঠন। সুমন দেবনাথ সভাপতি, সজল চৌধুরী সম্পাদক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

এড. জিয়াউর রহিম শাহিন এর পিএইচডি অর্জন করায় শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়

Reporter Name / ৮৬৬ Time View
Update : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ২:৫৫ পূর্বাহ্ণ

রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ

এডভোকেট জিয়াউর রহিম শাহীন পিএইচডি ডিগ্রী অর্জন করায় আলহাজ্ব মোঃ নুরুর রহিম লুলুর উদ্যোগে শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হাওর কন্যা খ্যাত সুনামগঞ্জের স্বনামধন্য প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী হবিবপুর শ্রীবৎসপুর গ্রাম নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী রাজনীতিবিদ এডভোকেট সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক জিয়াউর রহিম শাহীন পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।

তিনি এই ডিগ্রি অর্জন করায় আলহাজ্ব মোঃ নুরুর রহিম লুলু’র আয়োজনে ১৮ ই ডিসেম্বর নিজ বাড়ীতে আলহাজ্ব মোঃ বজলুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাজেদা খানম বালিকা বিদযালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ এর পরিচালনায় শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব নজরুল ইসলাম হীরা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল হাকিম, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট আলহাজ্ব লুৎফুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ , উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু হোরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, বিশিষ্ট কবি সাহিত্যিক গোলাম রব্বানি চৌ, ইকড়ছই সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাও সাইফুর রহমান, হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি গিয়াস উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ রোটারিয়ান এমএমুকিত, হলিয়ারপাড়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও নুরুল হক, জগন্নাথপুর কেজি স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার সরকার, ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফজল হোসেন, বিশিষ্ট সাংবাদিক আব্দুল হাই ,বিএনপি নেতা সৈয়দ মোসাব্বির আহমদ ও কাউন্সিলর কামাল হোসেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট ডক্টর মোঃ জিয়াউর রহিম শাহিনের ভাতিজা পাঁচ বছর বয়েসি কুকিল আরাফাত আরেফিন।

স্বাগত বক্তব্যে ড. জিয়াউর রহিম শাহীন উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ ডিগ্রি অর্জন এট পিছনে তাঁর বড় ভাই আলহাজ্ব নুরুর রহিম লুলুর অবদান সবচেয়ে বেশী।

তিনি তার ভাইর সকল অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরন করেন, তিনি সকলের দোয়া কামনা করেন। শিক্ষাজীবন, শিক্ষকতা , সামাজিক , রাজনৈতিক, সাংবাদিকতা ইত্যাদি প্রসংগে ড. এডভোকেট জিয়াউর রহিম শাহিনের বর্নাঢ্য অবস্থান নিয়ে বক্তারা বলেন, শাহিন নানাগুনে সমৃদ্ধ একজন এ জনপদের এক সফল মানুষ , তিনি আমাদের অহংকার।

সততা কর্মদক্ষতায় তিনিঅনন্য , অসাধারন। অনুষ্ঠানের আয়োজক ড. মুহাম্মদ শাহিনের বড় ভাই আলহাজ্ব নুরুর রহিম লুলু সকলকে ধন্যবাদ জানিয়ে তার প্রিয় ছোট ভাইর এমন কৃতিত্বে আল্লাহর শোকরিয়া আদায় করন ।সভায় বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য মানুষ উপস্থিত হয়ে এডভোকেট শাহিনকে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, আবুল মনসুর , মোজাম্মেল হোসেন চৌ, প্রবাসী আখতার হোসন ,মনজুর আহমদ পাখি , আছকন আলী মেম্বার , সাব্বির আহমদ , মোয়াজ্জেম হোসেন লিটু , মাও আলী হোসেন ,ব্যাংকার জাবেদ সুফিয়ান , মাও সানাওর আলী , সোহেল আহমদ ,মাষ্টার মিজানুর রহমান, এমএ নুর ,আলকাব আলী , আব্দুল হান্নান , আফরোজ মিয়া , হাজী মনসুর ও তাইফুর রহিম নাহিদ প্রমুখ সহ আরও অনেকই।

বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা গিয়াস উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST